মনির খানের গান অবিকল গাইতে পারা ভক্ত মাসুম খান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন (ভিডিও)

কটিয়াদী প্রতিনিধি

কতটুকু ভালবাস ও অনুরাগের ফলে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দেশের প্রথিতযশা একজন শিল্পীর গান চর্চা করে "এজ ইট ইজ "গাওয়ার আমরণ প্রচেষ্টা চালানো যায় -এমনই একজন ভক্তের নাম মাসুম খান। 

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মনির খানের গান "এজ ইট ইজ" অর্থাৎ অবিকল গেয়ে দর্শকশ্রোতা মাতিয়ে গেছেন। ঘনিষ্ঠ সান্নিধ্য ও স্নেহ-ভালোবাসা লাভ করেছেন দেশ বরেণ্য শিল্পী মনির খানেরও।

সোমবার দুপুরে নতুন ঘরের ভিটিতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়া গাঁও গ্রামের বাড়িতে পৃথিবীর মায়া  ত্যাগ করেছেন। 

আকস্মিক এ অপমৃত্যুর পর সব কিছু ছাপিয়ে  সামনে আসে এ মনির খান  ভক্ত মাসুম খানের কণ্ঠে যাদু মন্ত্রের মতো মনের মাধুরী মেশানো গাওয়া মনির খানের জনপ্রিয় গান সম্ভার।

শিল্পী মাসুম খানের এমন অপমৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।